দেশরক্ষীদের কেন বারবার আক্রমণ মুখ্যমন্ত্রীর?
লোকসভা ভোট থেকে পঞ্চায়েত নির্বাচন। সেই এক ছবি। সীমান্ত জেলায় গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীকে আক্রমণ। বিএসএফের বিরুদ্ধে মারধর, গুলি চালানোর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, ভোটারদের ভয় দেখানোর। শুধু কাঠগড়ায় তোলাই নয়, যে বিএসএফ জওয়ানরা সীমান্তে পাহাড়া দিয়ে দেশবাসীকে নিশ্চিন্তে ঘুমোতে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমজনতাকে লেলিয়ে দিচ্ছেন তৃণমূল নেত্রী। বলছেন, হাতা খুন্তি নিয়ে মহিলাদের আসরে নামতে। তাদের পিছনে থাকতে বলছেন যুবকদের। একজন মুখ্যমন্ত্রী হয়ে বারবার কীভাবে এই দোষারোপ করেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।