img

Follow us on

Saturday, Oct 05, 2024

Raiganj: কোন অতিথির টানে সবাই ছুটছে রায়গঞ্জ?

রায়গঞ্জের দিঘিতে বিরল প্রজাতির পরিযায়ী

  2023-02-13 20:11:47

বিরল প্রজাতির পরিযায়ী দেখতে সবাই ছুটছে রায়গঞ্জ। পশ্চিমবঙ্গে এর আগে একবারই দেখা গিয়েছিল এই প্রজাতির রাজহাঁসের। এবছর তারা হাজির রায়গঞ্জের পানিশালা এলাকার দীপরাজা দীঘিতে। বিরল প্রজাতির রাজ হাঁসটির নাম তুন্দ্রা বিন গুস (Tundra Bean Goose)।বহুবছর ধরে এই জলাশয়ে সাইবেরিয়ান প্রজাতির রাজহাঁস গ্রেল্যাগ গুসের (Graylag Goose) দেখা মেলে। তবে এবছর হঠাৎ তুন্দ্রা বিন রাজ হাঁসের দেখা মেলায় উচ্ছ্বসিত পক্ষী বিশেষজ্ঞরা।পাখি বিশেষজ্ঞরা বলছেন,রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাঁসরা প্রায় সময়ে ভারতে এলেও তুন্দ্রা বিন রাজহাঁসের দেখা মেলে হাতে গুনে। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে এর আগে নাকি একবারই এসেছিল তুন্দ্রা বিন।  

এদিন জলাশয় জুড়ে দেখা গেলো গ্রেল্যাগ রাজহাঁসে ভর্তি। তাদের মাঝে একটি মাত্র তুন্দ্রা বিন রাজহাঁস। তবে এতোগুলো হাঁসের মাঝে এই তুন্দ্রা বিন হাঁসটির চেনার উপায় কী ? হাঁসটির বৈশিষ্ট্য হলো, ঠোঁট কালো এবং ঠোঁটের মাঝে রয়েছে একটি ছোট হলুদ দাগ। শরীরটি কালচে যা বাকি হাঁসদের থেকে আলাদা। জলাশয়ের উদ্ভিদ খেয়েই এরা জীবনধারন করে বলে জানান পাখি বিশেষজ্ঞরা। বিরল প্রজাতির এই পাখির খবর চাউর হতে কলকাতা ,শিলিগুড়ি , মালদা,বালুরঘাট থেকে ছুটে এসেছেন পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা। বন দপ্তরের আধিকারিক,কর্মী থেকে পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা সকাল থেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত এই বিরল প্রজাতির পাখিটিকে।গ্রামের জলাশয়ে বিরল প্রজাতির পাখির দেখা মেলায় উচ্ছ্বসিত স্থানীয়রা। তাঁরা চাইছেন ঐ জলাশয়টিতে পাখিদের দেখাশোনার ব্যবস্থা করুক বন দফতর।

সবমিলিয়ে রায়গঞ্জের পানিশালায় এখন খুশির তুফান। আনন্দে পক্ষী প্রেমীরাও। কুলিকের পাশাপাশি রায়গঞ্জের আরও একটি জায়গায় পাখিরালয়ের সম্ভাবনা দেখছেন তাঁরা। গজলডোবার পাশাপাশি পাখিরালয়ের মানচিত্রে পানিশালা জায়গা পায় কিনা তা সময়ই বলবে। তবে বিরল প্রজাতির তুন্দ্রা বিন গুসকে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে ডগোমগো পক্ষী প্রেমীরা।


 

Tags:

 

Raiganj

raiganj news

raiganj panishala

raiganj deepraja dighi

Tundra Bean Goose

parijayee bird

parijayee pakhi

parijayee

parijayi pakhi

kulik bird sanctuary

raiganj wildlife sanctuary

bird sanctuary

raiganj bird sanctuary

raiganj kulik forest

kulik bird sanctuary raiganj

raiganj kulik bird sanctuary

raiganj forest

raiganj wild life sanctuary

raiganj kulik

bird lovers


আরও খবর


ছবিতে খবর