আরামবাগে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি
ভোট পর্ব মিটে গেলেও আরামবাগে থামছে না তৃণমূলের হামলা। বন্ধ হচ্ছে না হুমকি। উল্টে চলছে বোমাবাজি। এমনই অভিযোগে ফের সরগরম আরামবাগের শ্রীপল্লির চাষি পাড়া।
বাড়ির দেওয়ালে পদ্ম। ঘরের বউ প্রার্থী হয়েছিলেন বিজেপির। দাঁড়িয়েছিলেন আরামবাগ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। আর স্রেফ এই জন্যই আতঙ্কে দিন কাটছে শ্যামলি মালিক ও তাঁর পরিবারের। সোমবার রাতেই বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে জানিয়েছেন বিজেপি কর্মী। বাড়িতে হামলার চিহ্ন দিনের বেলাতেও স্পষ্ট।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আরামবাগ টাউন মণ্ডলের সভাপতি কার্তিক দত্ত। এভাবে বিজেপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
বিজেপির অভিযোগ, বিরোধীদের নিশ্চিহ্ন করে দিতে কখনও বোমা মারছে তৃণমূল, আবার কখনও প্রাণে মারার হুমকি দিচ্ছে। কিন্তু একদিন এটাই ব্যুমেরাং হবে। জনগণই এর জবাব দেবে বলে মনে করছে গেরুয়া শিবির।