কেন পঞ্চায়েত ভোট পিছোতে চাইছেন মমতা?
কতদিন পিছোচ্ছে পঞ্চায়েত ভোট (Panchayet Election)? ২ মাস না তারও বেশি? উত্তর স্পষ্ট নয় কারুর কাছেই ? শাসক দলও বলতে পারছে না কবে। তবে তারা বুঝিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বুঝিয়ে দিচ্ছেন, এখন পঞ্চায়েত ভোট চান না তিনি। কিন্তু কেন চান না? কারণ তিনি ভোটের হাওয়া ভালো চেনেন। তিনি বুঝতে পারছেন, এই মুহূর্তে তৃণমূলের মাটি আলগা হয়ে গেছে। জেলায় জেলায় তার প্রতিফলন চোখে পড়ছে। বিধানসভা ভোটের আগে যেমন তিনি দুয়ারে সরকার চালু করেছিলেন, এবার তেমনি সামনে এনেছিলেন দিদির দূত কর্মসূচি। কিন্তু দিকে দিকে সেই দূতদের যেভাবে জনরোষের মুখে পড়তে হয়েছে, তাতে অশনি সংকেত দেখছেন তৃলণমূল নেত্রী। এরমধ্যে তাঁর চিন্তা বাড়িয়েছে সাগরদিঘি ভোটের ফল। যে সংখ্যালঘু ভোটকে আগলে রেখে বাংলা জয়ের স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী, সেই ভোট বাক্সই চৌচির হতে বসেছে। মুসলিম ভোট ব্যাঙ্ক হারাতে বসেছে তৃণমূল। তাই এই মুহূর্তে দুটি লক্ষ্য সামনে রেখে এগোতে চাইছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এক, যেন তেন প্রকারেণ সংখ্যালঘু তোষণ। অন্যদিকে, জনরোষকে প্রশমিত করতে তাদের কাছে পৌঁছনো। এরমধ্যে ব্যর্থ হয়েছে, দুয়ারে সরকার, দিদির দূত কর্মসূচি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনসংযোগে নামাতে চাইছেন মমতা। নিচের তলার নিয়ন্ত্রণ হারিয়ে, এখন মা, মাটি, মানুষের মন বুঝতে ছুটতে হচ্ছে ভাইপোকে। আগামী ২ মাস তৃণমূল নেতৃত্ব বোঝার চেষ্টা করবে, তাদের হারানো জমি ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু। আর তাই এই সময়ের মধ্যে যে পঞ্চায়েত ভোট হবে না, তা অনেকটাই স্পষ্ট।
একদিকে অভিষেককে ঠান্ডা ঘর থেকে জেলায় পাঠিয়ে যেমন নিচু তলার কর্মীদের মন বোঝার চেষ্টা করছেন মমতা, তেমনি এই সময়ের মধ্যে সংখ্যালঘু তোষণের পথে হাঁটতে চাইছেন তিনি। যার ঝলক দেখা গেছে ঈদের দিন রেড রোডে। এর আগে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন রাজনৈতিক ভাষণ কোথাও শোনা যায়নি। কিন্তু পায়ের নীচে মাটি হারিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। বিরোধাদের অভিযোগ সেরকমই। তাঁদের মতে, মুসলিম ভোট হাতছাড়া হওয়ায়, সংখ্যালঘু মনে ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন মমতা। যা শুধু দেশ নয়, গোটা সমাজের জন্যই বিপজ্জনক। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এই মেরুকরণকে কাজে লাগিয়ে কিছু ভোটারকে কাছে টানার চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেত্রী। তবে বিজেপির অভিযোগ, দুর্নীতির দায়ে তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়করা যেভাবে একের পর এক জেলে গেছেন, আরও দুর্নীতি যেভাবে সামনে আসছে, তাতে অবিলম্বে এই সরকারের বিদায় চাইছে জনগণ। সেটা বুঝতে পেরেই আসরে মমতা। অভিষেককে পাঠাচ্ছেন সংযোগ যাত্রায়। আর সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রীকে সরিয়ে দিয়ে নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। এরমধ্যেই দূরভিসন্ধি দেখছে বিরোধীরা। তাঁদের আশঙ্কা, জেলায় জেলায় ঘুরে অভিষেক যখন জনরোষ টের পাবেন, আর মমতাও বুঝতে পারবেন, সংখ্যালঘু তোষণের কথায় চিঁড়ে ভিজছে না, তখন এই পঞ্চায়েত ভোট আরো পিছোতে পারে। সেক্ষেত্রে জুলাই মাসের বদলে, ভোট হতে পারে নভেম্বর মাসে। কিন্তু এভাবে কি পরিত্রাণের পথ পাবে শাসক শিবির? সন্দেহ দানা বাঁধছে রাজনৈতিক মহলে।
Tags:
bjp
Mamata Banerjee
tmc
CM Mamata Banerjee
Mamata govt
West Bengal
Sukanta Majumdar
vote
Abhishek Banerjee
WB GOVT
Panchayet
TMC govt
mamata banerjee latest news
mamata banerjee speech
mamata banerjee news today
Panchayat Election
Panchayat vote
panchayet election
panchayet election news
panchayet election 2023
Panchayet vote
panchayet elections
panchayet vote 2023
bangla panchayet vote
west bengal panchayet vote 2023
panchayet elections news
mamata on election
mamata banerjee eid
sanjog yatra tmc
panchayet election postpone