img

Follow us on

Sunday, Jan 19, 2025

Hooghly: হুগলিতে খাবার খেতে সবাই কেন জেলখানায়?

হুগলিতে খাবার খেতে সবাই কেন জেলখানায়?

  2023-01-02 17:56:55


হুগলিতে খাবার খেতে সবাই কেন জেলখানায়? হ্যাঁ, সবাই এখন ভিড় করছেন রিষড়ার এই কয়েদ খানায়। না , না, ভয় পাবেন না। এটা সেই জেলখানা নয়। মাঝে মাঝে আপনি যেমন হোটেল রেস্তোরাঁয় খেতে যান, এটা সেই রেস্টুরেন্ট। খালি ঢুকলে মনে হবে আপনি যেন কোনও জেলখানায় ঢুকে পড়েছেন। রিষড়া রবীন্দ্রসরণিতে পুরসভার পাশেই তৈরি হয়েছে এই হোটেল। নামও জেলখানার ঢঙে। কয়েদ ই  রসুই। নতুন ধরনের এই হোটেলে এখন ভিড় করছেন ছোট বড় সবাই। মজা পাচ্ছেন অনেকে। অনেকে আবার নিজেই নিজের হাতে হাতকড়া পরিয়ে সেলফি তুলছেন। দোকানের মালিক জাপানে গিয়ে এই ধরনের হোটেল দেখেন। তার মনে ধরে যায়। তারপর নিজের এলাকায় এসে খুলে ফেলেন এই হোটেল। 

হোটেলে ঢুকে খাবার স্বাদের সঙ্গেই এর স্থাপত্য দেখেন মজা পাচ্ছেন অনেকে। মজা নিতে ছাড়ছেন না হোটেল কর্মীরাও। একটার পর একটা কেলেঙ্কারিতে জড়িয়ে মন্ত্রী, নেতা, সরকারি আধিকারিকরা যখন জেলে দিন কাটাচ্ছেন, তখন রিষড়ার এই হোটেল যেন গোটা সমাজকেই পরিহাস করছে। দেখতে জেলখানা। মেনুতেও কয়েদ খানার খাবার। তবে জেলখানার থেকে তার স্বাদ অন্য। আর তাই জেলখানার স্বাদ নিতে সকলের গন্তব্য রিষড়া।
 

Tags:

Hooghly

hooghly restaurant

best resturant in hooghly

family restaurant

best restaurants

rishra

restuarant in rishra

restaurauns in rishra

chinese restaurant

dining in rishra

jail resturant

rishra jail resturant

kaid e rasoi

#kaiderasoi

 #rishrakaiderasoi

food in jail


আরও খবর


ছবিতে খবর