img

Follow us on

Monday, Sep 16, 2024

BJP Nabanno Avijan: বিজেপির নবান্ন অভিযানের আগেই কেন পালান মমতা?

মঙ্গলে বিজেপির নবান্ন অভিযান

  2022-09-12 20:44:42

 

বিজেপির নবান্ন অভিযানের ডাকে কি আগাম ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী? তাই কি তিনি কলকাতা ছেড়ে জেলায় পালানোর সিদ্ধান্ত নিয়েছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেই। 

চোর ধরো জেল ভরো স্লোগান তুলে আর দুর্নীতিগ্রস্ত সরকারের অপসারণের দাবিতে মঙ্গলবারই বিজেপির নবান্ন অভিযান। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী নবান্নে থাকবেন না। তাই দেখে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, খেলার আগেই বারবার মাঠ ছেড়ে চলে যান দিদিমনি। ফেসবুকে তিনি লিখেছেন, বিজেপি আসছে শুনে দিদিমনি বারবার পালিয়ে যান কেন? গণতন্ত্রে বিরোধীরা শাসককে প্রশ্ন করবে এটাই তো স্বাভাবিক। 

এবারই প্রথম নয়। এর আগের বারেও বিজেপির অভিযানের দিন নবান্ন বন্ধ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যুক্তি দিয়েছিলেন, কোভিডের জন্য নবান্ন স্যানিটাইজ করা হচ্ছে। বারবার এই কৌশলে মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। অভিযোগ উঠেছে, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মীদের আটক করা হয়েছে। নবান্ন অভিযানে তারা যাতে যোগ দিতে না পারে, তার জন্য বাসে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। 

বিভিন্ন জায়গার এই ছবি প্রকাশ্যে আসায় অস্বস্তিতে প্রশাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে নিউটনের থার্ড ল-য়ের কথা মনে করিয়ে দিয়েছেন। তুফানগঞ্জে বিজেপি কর্মীদের কীভাবে আটকানো হচ্ছে, সেই ছবিও টুইট করেছেন শুভেন্দু অধিকারী। 

ইডির অভিযানে তৃণমূলের একের পর এক কেলেঙ্কারি যখন সামনে এসেছে, তখন এই প্রথম বিজেপির নবান্ন অভিযান। তাই এই অভিযানকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহও তুঙ্গে। এরমধ্যেই বিভিন্ন জেলায় নবান্ন অভিযানের সমর্থনে মিছিল বেরিয়েছে। তাতে দারুণ সাড়া মিলেছে। বিজেপি বলছে, জেলায় জেলায় বিজেপির মিছিল দেখে ভয়ে নবান্ন থেকে পালিয়েছেন মুখ্যমন্ত্রী। 
 

Tags:

 

bjp

BJP Rally

Nabanna

bjp vs tmc

BJP Nabanna aviyan

Mamata far away from nabanna

mamata left office on nabanna avijan

nabanna chalo

bjp nabanna chalo protest march

chor dharo slogan

 bjp nabanna abhijan

bjp rally at nabanna

bjp protest rally towards nabanna

nabanna chalo rally

nabanna chalo march

nabanna chalo abhiyan

bjp supporters stopped by police

tufanganj

police barricade at bjp rally

nabanna chalo agitation

chalo nabanna

bjp nabanna chalo rally

nabanna abhijan

nabanna avijan

nabanna aviyaan

bjp supporters obstructed at nabanno avijan


আরও খবর


ছবিতে খবর