img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mamata Banerjee: জঙ্গলমহল হাতের বাইরে, টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী?

জঙ্গলমহল হাতের বাইরে, টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী?

  2023-05-29 23:36:08

কিছুদিন আগে পর্যন্তও মুখ্যমন্ত্রী প্রচারে গিয়ে বলতেন, পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। কিন্তু জঙ্গলমহলে গিয়ে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই ঝাড়গ্রামে আক্রান্ত হয় তাঁর কনভয়। ভেঙে যায় তৃণমূল বিধায়ক বিরবাহার গাড়ির কাঁচ। কুড়মি সম্প্রদায়ের ক্ষোভ আছড়ে পড়ে শাসক দলের ওপর। এরপর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডেও এক ছবি। রোড শো শেষ করে ফেরার পথেই অভিষেকের গাড়ি ঘিরে ধরেন স্থানীয় জনতা। শাসকের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা। অভিযোগ জানাতে না পেরে অনেকে হতাশাও প্রকাশ করেন। বিপদ টের পেয়েই কি সেখানে ছুটছেন মুখ্যমন্ত্রী?


 

Tags:

Mamata Banerjee

Abhishek Banerjee

tmc news

Salboni

Kurmi agitation

nabo jowar

jangal mahal


আরও খবর


ছবিতে খবর