'জয় শ্রীরাম' শুনলে কেন আঁতকে ওঠেন মমতা?
জয় শ্রীরাম শুনলে কীসের আতঙ্কে ভোগেন মমতা? এদিন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ফের ধরা পড়ল সেই ছবি। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্মে বাঁধা হয়েছিল মঞ্চ। উল্টোদিকের প্লাটফর্মে বসে ছিলেন আমন্ত্রিত অতিথিরা। প্রথম থেকেই সেখানে ভারত মাতার জয়ধ্বনি আর জয় শ্রীরাম ধ্বনি উঠছিল। মুখ্যমন্ত্রী হাজির হওয়ার পরও তা বজায় থাকে। আর তাতেই চটে যান মমতা। মূল মঞ্চে উঠতে চাননি তিনি। শুধু এটাই প্রথম বার নয়, এর আগে বারবার এই ছবি ধরা পড়েছে। ২৩ জানুয়ারি, ২০২১। অনুষ্ঠান ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হাজির ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু দর্শকাসন থেকে জয় শ্রীরাম ধ্বনি শুনে সেদিনও মঞ্চে উঠতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সরকারি অনুষ্ঠান বাদ দিলেও শ্রীরাম ধ্বনি শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন মমতা। ২০১৯, ৩০শে মে। লোকসভা ভোটের পর উত্তর চব্বিশ পরগনা সফরের সময় ভাটপাড়ায় তাঁকে দেখে একটি ছোট ছেলে জয় শ্রীরাম ধ্বনি দেয়। গাড়ি থেকে নেমে তেড়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। যা দেখে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল।
এদিন হাওড়া স্টেশনে যা ঘটল, তা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। মঞ্চে না ওঠার কারণ নিয়ে নিজে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তবে তাঁর ভূমিকা নিয়ে যে রাজ্যবাসীর মনেই প্রশ্ন উঠে যাচ্ছে তা স্পষ্ট। বিজেপির উত্থানে তিনি যে ভয় পেয়ে যাচ্ছেন, তাও সামনে আসছে বারবার।
Tags:
Mamata Banerjee
CM Mamata Banerjee
mamata banerjee latest news
mamata banerjee speech
mamata banerjee news
mamta banerjee
mamata banerjee latest
mamata banerjee today
mamata banerjee viral
mamata banerjee on pm modi
mamata banerjee on Jai Shri Ram Chant
mamata banerjee pm modi
modi mamata banerjee
mamata banerje
pm modi mamata banerjee
mamata banerjee on vande bharat inauguration