জেলে থেকেও জেলার দায়িত্বে, কেন কেষ্ট আগলে মমতা?
১০০ দিন পেরিয়ে গেছে। এখনও জেলেই রাত কাটাতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। কালো চুল এরমধ্যেই কলপের অভাবে সাদা হয়ে গেছে। জেল থেকে বেরোতে না পারার কষ্টে ভুগছে কেষ্ট। কেন্দ্রীয় গোয়েন্দারার তোড়জোড় চালাচ্ছেন তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার। সেখানে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে। সায়গল এখন তিহার জেলে বন্দি। এই পরিস্থিতিতেও অনুব্রতকে সামনে রেখেই পঞ্চায়েত ভোট লড়তে চাইছে তৃণমূল (tmc)। কয়েকদিন আগেই বীরভূমের তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে সেকথা জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই সামনে আসছে আর এক প্রশ্ন । জেলে (jail) থেকেও কেন জেলার দায়িত্বে (district president)? কেন কেষ্টকে আগলে রাখতে চাইছেন মমতা (Mamata Banerjee)? এর পিছনে কি অন্য কোনও গূঢ় রহস্য আছে?
গরু পাচার মামলায় (cattle smuggling) ১১ আগষ্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই (cbi)। নভেম্বরে লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার করে ইডি (ed)। তবে শুধু গরু পাচারই নয়, এরমধ্যেই একাধিক কেলেঙ্কারির সঙ্গে নাম উঠে এসেছে অনুব্রতর। কয়লা পাচারের (coal scam) সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ আছে। নাম আছে লটারি কেলেঙ্কারিতেও। একজন লটারি জয়ীর কাছ থেকে ভয় দেখিয়ে কীভাবে নিজের নামে টিকিট করিয়ে নিয়েছিলেন, কীভাবে কালো টাকা সাদা করার জন্য লটারি ব্যবসাকে কাজে লাগিয়েছিলেন, তার তদন্ত করছে ইডি। দেখা গেছে, তাঁর ও তাঁর মেয়ের নামে পাঁচ বার লটারির টিকিট লেগেছে। মিলেছে মোট ২ কোটি ১১ লক্ষ টাকা। একাধিক তৃণমূল নেতার নামেই এভাবে লটারি জয়ের ঘটনা ঘটেছে। কাকতালীয় হলেও এই ঘটনায় চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছে রাজ্যবাসীর। কিন্তু তৃণমূলের সর্বোচ্চ মহলই শুধু উদাসীন এই বিষয়ে। গ্রেফতারির পরমুহূর্ত থেকে আজ পর্যন্ত কেষ্টয় আস্থা দেখিয়েছেন তৃণমূল নেত্রী।
কেলেঙ্কারির ঠেলায় পার্থ চট্টোপাধ্যায়কে যখন বহিষ্কার করেছে দল, তখন অনুব্রতকে কেন এত জামাই আদর, তা নিয়ে কৌতহল বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, কয়লা ও গরু পাচার চক্রের টাকা কোথা থেকে কীভাবে যেত, তা যাতে ফাঁস হয়ে না যায়, তার জন্যই এই সহানুভূতি। কেলেঙ্কারির সঙ্গে এরমধ্যেই নাম জড়িয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা থেকে শ্যালিকাকে পর্যন্ত জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে চাপ বাড়ছে বিভিন্ন মহলে। আর তা থেকে বাঁচতেই কি অনুব্রতকে আগলে রাখতে এতটা তৎপর মুখ্যমন্ত্রী? গুঞ্জন শুরু হয়েছে এই নিয়ে।
Tags:
Mamata Banerjee
anubrata mondal
Anubrata Mandal
TMC leader Anubrata Mondal
anubrata mandal in cbi
anubrata mondal cbi
anubrata mondal tmc
anubrata mondal news today
anubrata mondal latest news
anubrata mondal news
anubrata mondal latest updates
tmc's anubrata mondal by cbi
anubrata mondal jail
anubrata mondal in jail
birbhum tmc president anubrata
mamata faith on anubrata
abhisek faith on anubrata