ED কড়া নাড়ছে বুঝেই অমিত শাহকে চিঠি মমতার? মণিপুর অজুহাত?
পথে নেমেছেন মমতা। দুদিন আগে মিছিল ছিল হাজরায়। এদিন ধর্মতলায়। দিল্লিতে আন্দোলন করছেন কুস্তিগীররা। আর তার প্রতিবাদে কলকাতায় পথে মুখ্যমন্ত্রী! কিন্তু এত ঘনঘন মমতাকে পথে নামতে দেখেছেন কেউ? পথে ঘাটে গুঞ্জন, আসলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্ত গলার কাছে উঠে আসায় কাঁপুনি ধরেছে মুখ্যমন্ত্রীর। ৩০ তারিখ গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি যে এদিন গ্রেফতার হতে পারেন, সেই কানাঘুষো চলছিলই। মিডিয়ার কাছে যে খবর পৌঁছচ্ছে, তা যে মমতার কাছে আগে পৌঁছবে, সেটা স্বাভাবিক। বিরোধীদের অভিযোগ, সেটা টের পেতেই কাঁপুনি ধরেছে কালীঘাটে। সুজয় কৃষ্ণ গ্রেফতার হলে যে অভিষেকের বিপদ আছে, তা ভালোই জানেন তৃণমূল নেত্রী। আর সেকারণেই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আগেভাগে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছিলেন তিনি? এর আগে বারবার দেখা গেছে, অমিত শাহের বিরুদ্ধে বিষোদ্গার করতে। কিন্তু এবার গোপনেই চিঠি পাঠিয়েছিলেন তিনি। কারণ, তিনি নিজেই বলেছেন, এই চিঠি ফাঁস হয়েছে। সেখানে প্রথমেই অমিত শাহের কুশল সংবাদ জানতে চেয়েছেন। তারপর পৌঁছে গেছেন মণিপুর ইস্যুতে।