কেন জামিন মেলেনি পার্থর?
জামিন পাওয়ার জন্য হা পিত্যেশ করছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আদালতে অসুস্থতার অজুহাত দিচ্ছেন তিনি। আইনজীবী বলছেন, যে কোনও শর্তে জামিন পেতে চাইছেন তাঁর মক্কেল। কিন্তু যে কেলেঙ্কারি করে এসেছেন প্রাক্তন মন্ত্রী, তার তথ্য যখন আদালতে পেশ করছে ইডি (Enforcement Directorate), তখনই তাঁর জামিন নাকচ হচ্ছে। যেমন এদিনও পার্থ-অর্পিতার (Arpita) কীর্তিকলাপ আদালতে তুলে ধরেন ইডির আইনজীবী। তদন্তে জানা গেছে, পার্থ-অর্পিতা যৌথভাবে ২০১টি শেল (shell company) কোম্পানি কিনেছিল। এই শেল কোম্পানিতে বিভিন্ন জনকে নিয়োগ করতেন পার্থ। তাঁদের ১৫ হাজার টাকা মাইনে দেওয়া হতো। এভাবে প্রচুর লোককে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ এনেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আদালতকে তাঁরা জানিয়েছেন, সিম্বায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড (Symbiosis Merchants Private Limited) নামে একটি কোম্পানি বানিয়েছিলেন পার্থ-অর্পিতারা। কালো টাকা সাদা করতে এই কোম্পানির শেয়ারও বাজারে ছাড়া হয়। তারপর হাজার কোটি টাকায় তা বেচে দেওয়া হয়। যত তথ্য উদ্ধার হচ্ছে, পার্থ-অর্পিতার কীর্তি কাহিনী দেখে তত অবাক হচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অর্পিতার কাছে যে এলআইসি সার্টিফিকেট গুলি পাওয়া গিয়েছিল, সেখানে নমিনি ছিলেন পার্থ। বিষয়টি নিয়ে এলআইসির কাছে বিশদ তথ্য চায় ইডি। সেখানে দেখা যায়, পার্থকে কাকা (Uncle) বলে উল্লেখ করেছিলেন অর্পিতা।
অর্পিতা এদিন জামিনের আবেদন করেননি। কিন্তু ভার্চুয়াল শুনানিতে জামিন পেতে তৎপর হয়ে ওঠেন পার্থ। তাঁর আইনজীবী দাবি করেন, আমার মক্কেলের অর্থোপেডিক, নেফ্রোলজি সমস্যা আছে। হিমোগ্লোবিনের মাত্রা কম। এভাবে থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
আইনজীবী বলেন, বাইপ্যাপ পদ্ধতি মেনে অক্সিজেন লাগে পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসকেএম কর্তৃপক্ষ যে বিশেষ চিকিৎসক দল গঠন করেছিল, তারাই এই তথ্য দিয়েছে।
এর প্রেক্ষিতে ইডির আইনজীবী বলেন, এই তথ্য পার্থ চট্টোপাধ্যায় পেলেন কী করে? জেল কর্তৃপক্ষ যদি রিপোর্ট তাঁকে না দেয়, তাহলে তা বাইরে আসা সম্ভব নয়। এখান থেকেই স্পষ্ট, পার্থ চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী। সর্বত্রই তিনি এই প্রভাব খাটাচ্ছেন। এই প্রভাবশালী তত্ত্ব আসার পরই শুনানি শেষে দীর্ঘ সময় নেয় আদালত। তারপর জানায়, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে পার্থকে।
জামিন না পেয়ে পার্থ যখন হতাশ, তখন এদিনই এসএসসি (SSC SCAM) মামলায় আরও তথ্য পেতে তৎপর সিবিআই। সিবিআইয়ের চার সদস্যের দল তল্লাশি চালায় নিউটাউনের বিলাসবহুল আবাসনে। তাঁদের সঙ্গে ছিল সিআরপিএফের বিশাল টিমও। মহিষবাথানের কাছে মার্লিন টাওয়ারে এই তল্লাশি চলে।
Tags:
Partha Chatterjee
Madhyom
bangla news
Bengali news
ssc scam
Arpita Mukherjee
partha chatterjee news
partha chatterjee tmc
Arpita Partha
wbssc scam
Partha bail not granted
Partha Chatterjee frustraded
Partha health
Patha court case
Patha court case status
partha ed
bail prayer rejected
why Chatterjee's bail prayer rejected