img

Follow us on

Friday, Nov 22, 2024

Didir Doot: দুয়ারে দিদির দূত দেখলেই কেন খেদাচ্ছে বাংলা?

দুয়ারে দিদির দূত দেখলেই কেন খেদাচ্ছে বাংলা?

  2023-01-16 18:57:27

জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতেরা। প্রতিদিন স্পষ্ট হচ্ছে তৃণমূলের অন্দরের কোন্দল। আর সাধারণ মানুষের ক্ষোভ। শনিবারের ছবি, প্রথমে ময়ূরেশ্বর। বোল্পুরের তৃণমূল সাংসদ দিদির দূত অসিত মালকে পড়তে হয় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে। অভিযোগ ১১ বছরে একটা রাস্তা, জলের কল, নিকাশি কন কাজ করেনি তৃণমূল। আবাস যোজনার ঘর, ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় একছটাক কাজ হয়নি গ্রামে। সঙ্গে সঙ্গেই খবর আসে বর্ধমানের গলসি থেকে। সেখানে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূলের বিধায়ক নেপাল ঘোড়ূইকে গ্রামেই ঢুকতে দেয়নি গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ আগের  কখনও শাসক দলের কোন নেতারই মুখ দেখা যায় না গ্রামে। বিধায়ক মন্ত্রী তো দূরের কথা। ভোট এসেছে বলে ফের আসছে।    

শুক্রবার একই রকম উত্তেজনা ছিল বীরভূমের দুবরাজপুর আর মেলেরডাঙায়। দুই জায়গা থেকেই তাড়া খেয়ে পালিয়ে এসেছেন তৃণমূলের নেতারা। প্রথমে দুবরাজপুর। দুবরাজপুরে বিক্ষোভের মুখে তৃণমূল আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ কোন কাজই হয়নি গত ১১ বছরে। বিধায়ক তৃণমূলের। সাংসদ তৃণমূলের। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত। সবটাই তৃণমূল। কেউই কাজ করেনি। না রাস্তার না নাগরিক পরিষেবার না উন্নয়নের। গ্রামেই ঢুকতে দেওয়া হয়নি দেবাংশু এন্ড কোম্পানিকে। শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে হয় দিদির দূতেদের। শহুরে দেবাংশু কখনও রাস্তায় নেমে রাজনীতি করেননি। এবার শিক্ষা হল হয়ত!একই রকম বিক্ষোভের মুখোমুখি হন সাংসদ শতাব্দী রায়ও। সাধারণ মানুষের রাগটা লক্ষ্য করুন, সাংসদ শতাব্দীর সঙ্গীরা কাজ না হওয়ার নানারকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও সে কথা শুনতে প্রস্তুত নন সাধারণ মানুষ। দাবি একটা রাস্তার। গত এগারো বছর ধরে যে রাস্তা করতে পারেনি সরকার। যার জন্য বাড়তি ২০ কিলোমিটার ঘুরে কাছের হাসপাতালে যেতে হয় এলাকাবাসীকে। 

এরপরেই স্টার সাংসদের উপেক্ষার বাণী। এই শতাব্দী রায়ই নির্বাচনের আগে জানিয়ে ছিলেন প্রকাশ্য জনসভায় আগে পয়সা দিয়ে টিকিট কেটে তাকে দেখতে হত। ভোটে জিতলে বিনা পয়সায় দেখেতে পাবেন নিয়মিত। না, গত তিনবারের সাংসদকে তিনবারের বেশি দেখেনি বীরভূমের বেশিরভাগ অঞ্চলের মানুষ। এর আগেও মানুষের বিক্ষোভে ফিরে আসতে আরেক সাংসদ আবু তাহেরকে মুর্শিদাবাদ থেকে। আর মুখপাত্র কুনাল ঘোষকে ফিরিয়ে ছিল মেদিনীপুর। দুয়ারে দিদির দূতেদের খেদাতে কি তৈরি হচ্ছেন বাংলার সাধারণ মানুষ।

 

Tags:

 

Shatabdi roy

Kunal ghosh

Didir Doot

didir doot news

didir doot latest news

didir doot latest update

didir doot controversy

didir doot update

didir doot news update

didir doot controversy news

didir doot controversy news update

didir doot controversy latest news

didir doot agitation

bolpur agitation

galsi didir doot agitation

dubrajpur didir doot agiration

debanshu bhattacharya

murshidabad didir doot agitation


আরও খবর


ছবিতে খবর