img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sukanta attacked: সুকান্তর গাড়িতে হামলার ছক কেন?

সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা

  2022-12-11 18:11:08

দক্ষিণ ২৪ পরগনায় ক্রমশ আলগা হচ্ছে শাসকের মাটি? তাই কি একের পর এক বিজেপি নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে সেখানে? জয়নগরে সভা করতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি (Sukanta Majumdar), তা রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। রাতের অন্ধকারে ঘিরে ধরা হল সুকান্তর গাড়ি। গাড়ি আটকানোর চেষ্টার পাশাপাশি কাচ ভাঙারও চেষ্টা হল। পুরোটাই তৃণমূলের হার্মাদ বাহিনীর হামলা বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। এই হামলার ছক যে পূর্ব পরিকল্পিত, তা হামলাকারীদের হাতের পোস্টার দেখেই স্পষ্ট। ওই সব পোস্টার প্রিন্ট করে আনা হয়েছিল। এবং তা করতে যথেষ্ট সময়ও লেগেছে। এখন প্রশ্ন উঠছে, কীভাবে ওই কনভয়ের সামনে এত লোক জড়ো হল? পুরোটাই কি পুলিশ আর তৃণমূলের যৌথ আঁতাঁত? পুলিশ থেকেই আগাম জানিয়ে দেওয়া হয়েছিল ওই কনভয়ের রুট? সুকান্তকে কালো পতাকা দেখানোর পাশাপাশি অশ্লীল গালাগালি দিতেও দেখা গেছে কয়েকজনকে? ছবিতে স্পষ্ট দেখা গেছে তাদের। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? পুরো ঘটনায় জেলার বিজেপি কর্মীরাও ক্ষুব্ধ। শাসকের বিরুদ্ধে জোরদার আন্দোলের হুঁশিয়ারি দিয়েছে তারা। 

কিছুদিন আগেই ডায়মন্ডহারবারে সভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওই সভায় যোগ দিতে আসার সময় আক্রান্ত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত। হাসপাতালে ওই কর্মীদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি রাজ্য সভাপতি। তারপর মৈপীঠে একটি সভা করেন। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা। বকুলতলা নতুনহাটের ৫ কিলোমিটার আগে গাড়ি ঘিরে ধরে হামলা চালানোর চেষ্টা করে একদল দুষ্কৃতী। ঘটনাস্থলে নির্বাক দর্শক হিসেবে দাঁড়িয়েছিল পুলিশ। সুকান্তর নিরাপত্তারক্ষীরা কোনও রকমে গাড়িটিকে বের করে নিয়ে যান। এই হামলার ঘটনায় নিন্দায় সোচ্চার হয়েছেন বিজেপি নেতারা। একদিকে পূর্ব মেদিনীপুর, অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় তৃণমূলের অবস্থা ক্রমশ শোচনীয় হচ্ছে, আর সেই কারণেই এধরনের হামলা বলে অভিযোগ বিজেপির। পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তাঁরা।

 

 

Tags:

Sukanta Majumdar

sukanta majumder

sukanta majumdar bjp

sukanta majumdar news

bjp president sukanta majumdar

sukant majumdar

sukanta majumdar mp

sukanta majumdar attacked

sukanta majumder news

sukanta majumder attacked at joynagar

sukanta majumdar latest news

bjp president sukanta majumdar attacked

sukanta majumder bjp

sukanta majumder resisted

sukanta mazumder stop

moipith

tmc s24 pargana

south 24 pargana

  tmc hooligans attack


আরও খবর


ছবিতে খবর