img

Follow us on

Saturday, Jan 18, 2025

West Bengal Police: কোথাও নিষ্ক্রিয়, কোথাও সক্রিয়, কেন এই হাল পুলিশের?

WhatsApp_Image_2022-09-14_at_2130.05

  2022-09-15 08:33:02

বিজেপির নবান্ন অভিযান  (bjp nabanna abhijan) আটকাতে পুলিশ যেভাবে রাজ্য জুড়ে সক্রিয় হয়ে উঠেছিল, তাতে দেশজুড়ে প্রশ্ন উঠে গেছে। যে রেল স্টেশন চত্বর দেখভালের দায়িত্ব আরপিএফের, সেখানে পুলিশ ঢুকে গিয়ে কীভাবে রেল যাত্রীদের বাধা দেয়, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। 

স্বাভাবিকভাবেই নবান্ন অভিযান ঘিরে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিজেপি (bjp)। প্রশ্ন তুলেছে শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে লাঠিচার্জ আর জল কামানের বহর নিয়ে। পুলিশি আগ্রাসনে আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেক বিজেপি নেতা কর্মীই। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রশ্ন, আজ যখন পুলিশ এত অতিসক্রিয়, তখন জুন মাসে অঙ্কুরহাটিতে (ankurhati)  জাতীয় সড়ক অবরোধ করে যখন তাণ্ডব চলছিল, তখন কী করছিল মমতার পুলিশ? কেন সেখানে ক্লীবের মতো ১৪ ঘণ্টা চুপ করে দাঁড়িয়ে ছিল প্রশাসন? কেন তখন রেল স্টেশন থেকে জাতীয় সড়ক, সব অবরুদ্ধ থাকলেও চুপ করে বসেছিল মমতা (mamata) প্রশাসন? এর পিছনে কি কারণ? একটা বিশেষ শ্রেণিকে খুশি রাখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী? তাই কি রাজ্য পুলিশের এই হাল?শাসকের এই ভূমিকায় আন্দোলন আরও জোরদার করার পথে রাজ্য বিজেপি। কালীপুজোর পরই  জেলায় জেলায় জেল ভরো কর্মসূচি নিতে চলেছে তারা। 

একের পর এক কেলেঙ্কারির ধাক্কায় রাজ্য জুড়েই ধিক্কার উঠেছে শাসকের বিরুদ্ধে। উঠছে চোর চোর ধ্বনি। এরমধ্যেই নবান্ন অভিযানে বিপুল সাফল্য। কর্মী-সমর্থকদের উদ্দীপনাকে সামিল করেই তাই আগামী দিনে আরও বিপুল উদ্যমে মাঠে নামার তোড়জোড় শুরু করেছে পদ্ম শিবির। 

 

Tags:

West Bengal police

Sukanta Majumdar

WB Police

nabanna avijan

BJP Nabanna Avijan

active police

inactive police

mamata police

police lathi charge on bjp avijan

police active for bjp inactive at Ankurhati

wb bjp state president questioned on police role

police obstruct bjp supporters at rail station in west bengal

two face of wb police


আরও খবর


ছবিতে খবর