পঞ্চায়েত ভোট ঘোষণার দিনেও কেন এত অপ্রস্তুত কমিশন?
গত বারের মতোই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) এক দফায়। ৮ জুলাই। তবে ভোটের ফল বেরোবে কবে, তা জানাতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যেমন উত্তর দিতে পারেননি একাধিক প্রশ্নের। রাজ্য নির্বাচন কমিশনার যে ভোটের জন্য কতটা অপ্রস্তুত, তা এদিন বারেবারে ফুটে উঠেছে। গতবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যবাসী দেখেছে হিংসার ঘনঘটা। এবার কোন ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি নির্বাচন কমিশনার। ফলে ভোটের আগেই পঞ্চায়েত ভোটের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গেল। শুনুন, রাজ্য নির্বাচন কমিশনার কী বলছেন।