WhatsApp_Image_2022-07-06_at_317.58_PM
একুশের বিধানসভায় টানা ৫৫দিন বিজেপির প্রচারে ছিলেন মিঠুন চক্রবর্তী। ফলাফলে বঙ্গজয়ের স্বপ্ন অধরা থাকে। তবু হতাশ নন বাংলা সিনেমার মহাগুরু। আশাবাদী চব্বিশেই রাজ্যে বাজিমাত করবে বিজেপি।
বিজেপিতে যোগদানের পর এই প্রথম বিজেপির রাজ্য দফতর মুরলিধর সেন লেনের অফিসে পা রাখলেন, জানালেন জীবনের শেষদিন পর্যন্ত বিজেপির সঙ্গেই থাকবেন।
তাহলে হঠাত হারিয়ে গেছিলেন কেন? এই প্রশ্নও শুনতে হয় একদা বাঙালির ম্যাটিনি আইডলকে। দক্ষ রাজনীতিকের মত নয় বরং পাশের বাড়ির দাদার মত জানিয়ে দিলেন, শরীর ঠিক ছিল না। অসুস্থতার কারণেই কিছুটা গ্যাপ। তবে জানালেন এবার নিয়ম করেই আসবেন। রাজ্য সভাপতি কিছু কাজও দিয়েছেন তাঁকে।
তবে এদিন আর ব্রিগেডের ভুল করেননি। নাহ কোন ডায়ালগ বলেননি। অভিনেতা থেকে রাজনেতা হয়ে ওঠার পথ যে খুব পিচ্ছিল বুঝেছেন ভারতীয় ডিস্কো কিং। নিজের সিনেমার কাজে এসে বিজেপি অফিস ঘুরে যাওয়া নয়। বরং এবার অনেক বেশি দায়িত্ব নিতেই এসেছেন মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাংলায় পাঠানো হয়েছে অভিনেতাকে। ৪২টা লোকসভা কেন্দ্রেই ঘুরবেন তিনি।