img

Follow us on

Sunday, Jan 19, 2025

Wonder Kid: হুগলির কন্যাই কী বিশ্বের সর্বকনিষ্ঠ ব্ল্যাক-বেল্ট?

হুগলির কন্যাই কী বিশ্বের সর্বকনিষ্ঠ ব্ল্যাক-বেল্ট?

  2023-05-22 23:27:11

ছয় বছরেই ব্ল্যাকবেল্ট! 
ছোট্টখাট মানুষটা। ইতিমধ্যেই  শোটোকান ক্যারাটেতে দশ কাতার বেড়া পার করেছে। জিতে নিয়েছে ব্ল্যাক বেল্ট। 

নাম উঠেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে। আবেদন করা হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। 

চুঁচুড়া সেন্ট থমাস চার্চ স্কুলের ক্লাস টু-এর ছাত্রী। নাম বর্ণালী চন্দ। তিন বছর বয়স থেকেই ক্যারাটের শেখার শুরু। মূলত বাবার উৎসাহেই ক্যারাটের আসরে। বাবার কাছেই প্রথম শেখা। কারণ এক সময় সুজয় চন্দ্র,বর্ণালীর বাবা, নিজে ক্যারাটে শিখতেন। কিন্তু কিছু করে উঠতে পারেননি যৌবনে। এখন ব্যবসা করেন। ছোট্টবেলার সুপ্ত ইচ্ছা মেয়ের মধ্য দিয়ে দেখতে চেয়েছিলেন। মেয়ে মুখ রেখেছে।
   
এরপর চন্দননগরের ক্যারাটে প্রশিক্ষক অমিতাভ ঘোষের কাছে নিয়ম করে প্র্যাকটিস। এমনকি কোভিড পরিস্তিতিতেও কোনদিন, বাধা পড়েনি অনুশীলনে। স্যারের কাছে তখন একাই শিখত বর্ণালী।

বর্ণালীরও খুবই পছন্দের খেলা এই শোটোকান ক্যারাটে। এখন সবে ক্লাস টু। বয়স মাত্র ছয়। এর মধ্যেই সাফল্য কড়া নেড়েছে দরজায়। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল কালামস গোল্ডেন অ্যাওয়ার্ড,ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস,ওএমজি রেকর্ডস,আমেরিকা রেকর্ডস থেকে স্বীকৃতি মিলেছে বর্ণালীর। আবেদন করা হয়েছে, লিমকা বুক অব রেকর্ডসেও।
 
শোটোকান ক্যারাটের যে দশটি ডিফেন্স অ্যাটাক প্যাটার্ন আছে তাঁর সবগুলোতেই সাফল্যের সঙ্গে পাশ করেছে ছোট্ট বর্ণালী। ইচ্ছে আছে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার।
মাত্র ছয় বছরে ব্ল্যাক বেল্ট। সামনে পড়ে রয়েছে গোটা জীবন। আরও অনেকদূর এগিয়ে যাওয়ার ইচ্ছে বর্নালীর। ক্যারাটের নিজস্ব জন্মস্থানে নিজের বর্ণালী ছড়াতে প্রস্তুত চুঁচুড়ার ওয়ান্ডার কিড বর্ণালী।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Hooghly

Hooghly news

wonder kid

wonder kids

Black Belt

wonder

kid wonder

wonder clip

hooghly wonder kid

wonder true story

wonder kid hooghly

hooghly's daughter

hooghly chinsura

hooghly chuchura

youngest

youngest black belt

worlds youngest blackbelt

world's youngest black belt

the youngest black belt in hooghly

hooghly black belt kid

shotokan karate

martial arts

hooghly news today

world youngest black belt

karate kid