চতুর্থ বার বিশ্বরেকর্ড করতে পারবেন ভদ্রেশ্বরের দীপক রায়?
জাগলিং এর জাদুগর। তিন তিনটি ইন্ডিয়া বুক অফ রেকর্ড তাঁর ঝুলিতে। চতুর্থ বার বিশ্ব রেকর্ড করার অপেক্ষায় ভদ্রেশ্বর মন্ডল পাড়ার দীপক রায়। বছর বিয়াল্লিশ এর এই যুবক পেশায় চন্দননগর পুরনিগমের পাম্প অপারেটর হলেও নেশায় একজন জাগলার। ফুটবল মাথায় নিয়ে বিভিন্ন খেল দেখানো তাঁর নেশা। আর এই নেশাই তাঁকে পাগল করে তুলেছে। কি অসাধারণ ব্যালেন্স তা নিজের চোখে দেখুন।
দীপকের মতে, ফুটবল গোল, মানুষের মাথাও গোল,তাহলে ফুটবল মাথায় ধরে রাখা যাবে না কেন? এই কেন র উত্তর খুঁজতে গিয়ে শুরু করলেন কঠোর পরিশ্রম। আর এই পরিশ্রমের ফসল তিন তিনটে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। ভদ্রেশ্বর শহরে একডাকে তাঁকে সবাই চেনে। বিয়ে করেননি। বাড়িতে আছেন বিধবা মা। বিয়ে করেননি। দুজনের সংসার মোটামুটি চলে যায়। নেশা বলতে একটাই। নতুন নতুন রেকর্ড গড়া। সেই নেশার টানেই গিনেসে নাম তোলার অপেক্ষায় পাড়ার মানুষের কাছে প্রিয় গোপাল তথা দীপক রায়।
Tags:
World record
India Book of Records
Hooghly news
bhadreswar
juggler
bhadreshwar
bhadreswar news
juggler dipak roy
juggler sri deepak roy
dipak roy
best juggler in kolkata
amazing juggling performance
juggling
juggling and balancing
football juggler
juggling world record
indian record books
guinness book of records
world book of record
guinness record