Virat Kohli: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

এই সিরিজে একাধিক শতরান করতে পারলে শচিনের রেকর্ড ভেঙে দেওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে।
Virat2
Virat2

মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো বছর শেষ করেছিলেন শতরান দিয়ে। নতুন বছর শুরুও করলেন সেই শতরান দিয়েই। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ঝলসে উঠল বিরাট-ব্যাট। বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই শচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড এতদিন ছিল শচিনের দখলে। দেশের মাটিতে সর্বাধিক ২০টি ওয়ান ডে শতরান (১৬৪টি ম্যাচ খেলে) করেছিলেন মাস্টার ব্লাস্টার। এদিন সিংহলিদের বিরুদ্ধে শতরান করে শচিনের পাশে বিরাট (২০টি শতরান, ১০২টি ম্যাচ খেলে)। এই সিরিজে একাধিক শতরান করতে পারলে শচিনের রেকর্ড ভেঙে এককভাবে এই রেকর্ড নিজের নামে করে নেওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে। বিরাট-ব্যাটে ভর করে প্রথম একদিনের ম্যাচে সহজেই জয় পেল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ লগ্নে চাপের মধ্যেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার শতরান ইডেনে চাপে রাখবে টিম ইন্ডিয়াকে।

রানে ফিরলেন রোহিতও

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচে রানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। একটুর জন্য শতরান হারালেন তিনি। ৮৩ রান করে দাসুন মদুশঙ্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রোহিত। রান করলেন ভারতের আর এক ওপেনার শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের দাপটে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৭৩ রান করল ভারত। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। খেলার শুরুটাই বুঝিয়ে দিয়েছিল কী হতে চলেছে। প্রথম ওভার থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন। দাসুন শনাকার বলে ৭০ রান করে এলবিডব্লিউ হলেন শুভমন। ১৪৩ রানে পড়ল ভারতের প্রথম উইকেট। এরপর শুধুই বিরাট আধিপত্য।

আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

কোহলির একাধিক রেকর্ড

বাংলাদেশে যে ছন্দে ছিলেন, সেই ছন্দেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। প্রথম থেকে ধীরে ধীরে রান করছিলেন। এক বার হাত জমে যাওয়ার পরে বড় শট খেলা শুরু করলেন। সেই সঙ্গে উইকেটের মধ্যে তাঁর দৌড়ে রান তো ছিলই। শ্রীলঙ্কার বোলারদের দু’বার সুযোগ দিয়েছিলেন কোহলি। ৫২ রানের মাথায় উইকেটরক্ষকের কাছে ক্যাচ দেন কোহলি। কিন্তু কুশল মেন্ডিস সেই ক্যাচ ছাড়েন। এর পরেও সুযোগ দিয়েছিলেন বিরাট। কিন্তু সে বার ক্যাচ ফেলেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৮০ বলে শতরান করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৩তম শতরান করলেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান হল তাঁর। ৮৭ বলে ১১৩ রান করে আউট হলেন কোহলি। এদিন শচিনের একটি রেকর্ড ভাঙেনও কোহলি। ভারত-শ্রীলঙ্কা এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এত দিন যৌথ ভাবে শচিন এবং কোহলির দখলে ছিল। দু’জনেই আটটি করে শতরান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শচিন ৮৪টি এক দিনের ম্যাচে আটটি শতরান করেছিলেন। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করলেন কোহলি। তার জন্য তিনি নিয়েছেন মাত্র ৪৮টি ম্যাচ। 

দিশেহারা শ্রীলঙ্কা

ভারতের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ ওভার শেষে দাসুন শনাকাদের স্কোর দাঁড়ায় ৩৮/২। ভারতীয় পেস আক্রমণের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে সিংহলিরা। ভারতের হয়ে প্রথম দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। ভারতকে তৃতীয় সাফল্য এনে দিলেন টিম ইন্ডিয়ার পেস সেনশেনর উমরান মালিক। উমরান তিনটি উইকেট নেন। সামি নেন একটি উইকেট। একটি করে উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া। ৪০ ওভারে ২২০ রানে ৮ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। কিন্তু অধিনায়ক শানাকার শতরানে ভর করে শেষ পর্যন্ত ৩০০ রানের গণ্ডি টপকায় সিংহলিরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles