মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি ঘেরাও করার জন্য কুড়মিদের উস্কে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনও জানিয়েছিলেন, তিনি প্রয়োজনে সব রকম সাহায্য করবেন। ২৪ ঘণ্টার মধ্যেই এবার খোদ জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভের সম্মুখীন হতে হল অভিষেককে। শুক্রবার শালবনীতে ভাঙচুর চালানো হয় তাঁর কনভয়ে থাকা গাড়ির। অভিযোগের আঙুল উঠেছে কুড়মিদের দিকেই।
কুড়মিদের উস্কছিলেন অভিষেকই!
এই বিষয়ে শনিবার প্রতিক্রিয়া জানালেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত সপ্তাহে কুড়মিদের উস্কে দেওয়ার জন্য কার্যত তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে তুলোধনা করলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘‘হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন কুড়মিদের উস্কে দিতে খুব মজা লাগছিল না!’’
কী বলেছিলেন অভিষেক?
বৃহস্পতিবার, ‘নব জোয়ার’ কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার শিমুলিয়ায় বক্তব্য রাখতে গিয়ে কুড়মিদের উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘‘আপনারা আন্দোলন করুন। প্রয়োজন হলে যান দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি ঘেরাও করুন। যা যা সমর্থন লাগবে আমি দেব। লড়াইয়ে কাঁধ মেলাতে যাব। সমর্থন মানে, গায়ে গতরে খাটব।’’ তার ২৪ ঘণ্টার মাথায় এবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল সাংসদকে। এনিয়ে দিলীপ বলেন, ‘‘আমার বাড়িতে যখন হামলা চলল, তখন তৃণমূল নেতারা উস্কানি দিয়েছিলেন। কিন্তু কেউ প্রতিবাদ করেননি। আজ তাঁরা বুঝতে পারছেন।’’
আরও পড়ুন: ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, ভাঙচুর মন্ত্রীর গাড়িও
অভিষেক ‘শহুরে রাজপুত্র’, কটাক্ষ দিলীপের
অভিষেকের জঙ্গলমহল সফরকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, ‘‘এত রাতের বেলা কেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? জঙ্গলমহেলর মানুষ শান্তিপ্রিয় সন্ধে বেলা বাড়ি চলে যায়। ওনার দরকার কী আছে জঙ্গলমহলে যাওয়ার। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ বন্ধ করার ক্ষমতা নেই। তা না করে জঙ্গলমহলের গরিব মানুষকে গিয়ে চমকাচ্ছেন। কিছু তো করতে পারবেন না। চুপচাপ বেড়ালের মতো পালিয়ে আসতে হবে।’’ এদিন অভিষেককে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুড়মিরা কী খায়, কী করে থাকে। আমি জানি তাঁদের অভাব-অভিযোগ। ৫০ বছর ধরে বঞ্চনা হয়েছে। সে সব কথা শহরে বড় হওয়া রাজপুত্ররা জানেন না।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours