WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

২০১৭ সালে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রথম ‘স্টেটাস’ নামক ফিচারটি এনেছিল।
1065245-whatsapp-status
1065245-whatsapp-status

মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে হোয়াটসঅ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। সম্প্রতি এতে মেসেজ রিঅ্যাকশন ফিচার এসেছে। আগে এই ফিচারে মাত্র ৬টি ইমোজি পাওয়া যেত, যা হোয়াটসঅ্যাপ এখন বাড়াতে চলেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটে একটি বিশেষ বৈশিষ্ট্য দিতে চলেছে ব্যবহারকারীদের। আর সেটি হল, ভয়েস নোটস (Voice Notes)। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (Status Update) আপনারা ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ছবি বা ভিডিয়ো স্টেটাস হিসেবে শেয়ার করা যেত। কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে আপনি ভয়েস নোট রাখার সুবিধাটি পাবেন। হোয়াটসঅ্যাপের আসন্ন একটি ফিচারে ব্যবহারকারীদের অডিও নোটও শেয়ার করতে দেওয়া হবে। WABetainfo-এর তথ্য অনুযায়ী, এই খবরই সামনে এসেছে যে স্টেটাসেও শেষ পর্যন্ত ভয়েস নোট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

উল্লেখ্য, ২০১৭ সালে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রথম ‘স্টেটাস’ নামক ফিচারটি এনেছিল। তারপর এখন আবার নয়া আপডেট আনতে চলেছে। রিপোর্টসূত্রে জানা গিয়েছে, এই ফিচারটি খুব শীঘ্রই আসতে চলেছে। সংস্থা থেকে আরও জানানো হয়েছে, ভয়েস নোট কেবল মাত্র তাঁদের সঙ্গেই শেয়ার করা যাবে, যাঁদের আপনি স্টেটাস প্রাইভেসি সেটিং-এ বেছে নেবেন। ছবি বা ভিডিয়োর মত স্টেটাস হিসেবে শেয়ার করা এই ভয়েস নোটও এন্ড টু এন্ড এনক্রিপশনে (end-to-end encryption)  থাকবে।

তবে, এই হোয়াটসঅ্যাপ ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, বিটা টেস্টাররা কবে এটি পরীক্ষা করে দেখতে পারবে, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায় নি। এর পাশাপাশি আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। শীঘ্রই আপনি এই প্ল্যাটফর্মে মাল্টি ডিভাইস সমর্থনের মতো কম্প্যানিয়ন মোড পাবেন ও এছাড়াও মেসেজ রিঅ্যাকশনের ক্ষেত্রেও অনেক ইমোজি অন্তর্ভুক্ত করতে চলেছে।

আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles