WhatsApp: চাইলেই মুছে ফেলতে পারবেন মেসেজ! জানুন গ্রুপ অ্যাডমিনদের কী বিশেষ ক্ষমতা দিচ্ছে হোয়াটসঅ্যাপ

গত এক মাসে ভারতে এক ধাক্কায় ২২ লাখেরও বেশি অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটসঅ্যাপ
whatsapp-web
whatsapp-web

মাধ্যম নিউজ ডেস্ক: চাইলেই গ্রুপের যে কারুর মেসেজ (messages) মুছে ফেলতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা (group admins)। গ্রুপ পরিচালকদের এই বিশেষ ক্ষমতা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এর ফলে গ্রুপ অ্যডমিনরা আরও ভালভাবে গ্রুপগুলি নিয়ন্ত্রণ করতে পারবে।

সূত্রের খবর, WhatsApp শীঘ্রই একটি নতুন আপডেট প্রকাশ করবে যাতে গ্রুপে অ্যাডমিনদের নিয়ন্ত্রণ বাড়বে। এক্ষেত্রে মূলত কোনো গ্রুপের মেসেজগুলি সবার জন্য ডিলিট করার নতুন অপশন পাবেন অ্যাডমিনরা। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, নতুন ফিচারটি ‘অ্যাডমিন ডিলিট’ (Admin Delete) ফিচার নামে আসবে। এর ফলে গ্রুপের ওপর এখন থেকে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকবে গ্রুপ অ্যাডমিনদের। আপাতত, শুধুমাত্র নির্বাচিত বিটা পরীক্ষকদের এই বৈশিষ্ট্যটিতে অ্যাক্সেস রয়েছে তবে WhatsApp আগামী দিনে সকলের জন্যই এই ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচার ব্যবহৃত হলে অর্থাৎ অ্যাডমিন কোনও মেসেজ গ্রুপ থেকে ডিলিট করলে বাকি মেম্বাররা একটি নোটিফিকেশন পাবেন। অর্থাৎ ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ব্যবহার করলেও যেমন মেসেজ ডিলিট হয়েছে বলে জানা যায়, তেমনই  যে কোনও মেসেজ মুছে দিলে গ্রুপ মেম্বাররা টের পাবেন যে কোনও মেসেজ অ্যাডমিন কর্তৃক রিমুভ (remove) করা হয়েছে। 

আরও পড়ুন: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

অন্য দিকে হোয়াটসঅ্যাপ সূত্রে জানানো হয়েছে ভারতে এক ধাক্কায় ২২ লাখেরও বেশি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। ২০২১ সালের ভারতের তথ্য প্রযুক্তি আইনের আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রতি মাসে একটি রিপোর্ট প্রকাশ করে থাকে। হোয়াটসঅ্যাপ এবং ভারত সরকারের নতুন আইটি নিয়ম অবজ্ঞা করে যে সব অ্যাকাউন্ট অবাধে চলছে, সেগুলি ব্যানের তালিকা প্রকাশ করা হয় সেই রিপোর্টে। নতুন আইটি নিয়মে ভারতে বিগত কিছু মাসে লক্ষাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান (Account Ban) করা হয়েছে। অর্থাৎ, উল্লিখিত সেই ফোন নম্বরগুলি থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ওই তালিকায় দেখা গিয়েছে ১ জুন, ২০২২ থেকে ৩০ জুন, ২০২২ পর্যন্ত হোয়াটসঅ্যাপ ভারতে ২,২১0,000টি অ্যাকাউন্ট চিরতরে নিষিদ্ধ করেছে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles