মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা সংস্থার হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। এতে ব্যবহারকারীদের ব্যাপক সুবিধা হচ্ছে এবং হোয়াটসঅ্যাপও সরল ভাবে ব্যবহার করা যাচ্ছে। নতুন বছরেও অনেক কিছু ফিচার হোয়াটসঅ্যাপ আনতে চলেছে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম হল, এবার থেকে স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট যুক্ত করা যাবে। এর আগের যে ফিচার (WhatsApp New Feature) হোয়াটসঅ্যাপ এনেছে সেখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটাসেও এবার থেকে রিপোর্ট করা যাবে অর্থাৎ কোন ব্যবহারকারীর স্ট্যাটাসকে যদি মনে হয় এটি হোয়াটসঅ্যাপের গাইডলাইন মানছে না, তাহলে সেটিকে তৎক্ষণাৎ রিপোর্ট করার অপশন থাকছে।
এই ফিচারের (WhatsApp New Feature) পর এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবার থেকে ভয়েস নোটও দেওয়া যাবে। প্রসঙ্গত এতদিন অবধি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শুধুমাত্র ভিডিও এবং ছবি দেওয়া যেত।
হোয়াটসঅ্যাপের টিম কী বলছে
হোয়াটসঅ্যাপ সূত্রে জানা যাচ্ছে যে এই ফিচার (WhatsApp New Feature) স্ট্যাটাসের টেক্সট স্ট্যাটাস অপশনে আসবে।
📝 WhatsApp beta for Android 2.23.2.8: what's new?
— WABetaInfo (@WABetaInfo) January 18, 2023
WhatsApp is releasing the ability to share voice notes via status updates to some lucky beta testers!https://t.co/ZHmQu368oz pic.twitter.com/ETsDLogxbC
টেক্সট স্ট্যাটাসে ক্লিক করলে এই ফিচার দেখা যাবে এবং সেটিতে সুইচ করলেই ভয়েস নোট এখানে দেওয়া যাবে। স্ট্যাটাসে ভিডিও যেমন ৩০ সেকেন্ডের বেশি দেওয়া যায় না। সেরকমই ভয়েস নোটও ৩০ সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। তবে এজন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটাকে আপডেট করতে হবে। ছবি এবং ভিডিওর মতোই স্ট্যাটাসও ২৪ ঘন্টায থাকবে। তারপর এটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে এই ভয়েস নোটে স্ট্যাটাস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours