World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন নীরজ।
Neeraj-Chopra-3
Neeraj-Chopra-3

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) পদক জয় করল ভারত (India)। এই পদক ভারতের সোনার ছেলে (Golen Boy) নীরজ চোপড়ার (Neeraj Chpra) হাত ধরেই এসেছে। আজ জ্যাভলিন থ্রোয়ে রুপো জয় করলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন তিনি। স্বর্ণপদক না পেলেও ভারতীয় হিসেবে তিনি দেশকে রূপো এনে দিয়েছেন। এর আগে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন।

[tw]

[/tw]

আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালের শুরুটা ভাল ছিল না নীরজের। প্রথমটি ফাউল থ্রো করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ৮২.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারেন। তৃতীবারের চেষ্টায় সেই দূরত্ব বেড়ে হয় ৮৬.৩৭ মিটার এবং চতুর্থবারে থ্রো করতে গিয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন নীরজ। আজকের ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। তিনি প্রথম থ্রোতেই ৯০.২১ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তিনবারই ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি এবং ফাইনালে ৯০.৫৪ মিটারে থ্রো করে সোনা জিতে নেন অ্যান্ডারসন পিটার্স। আর ৮০.০৯ মিটারে জ্যাভলিন থ্রো করে ব্রোঞ্জ জিতে নেন জাকুব (Jakub Wadlesch)।

প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) গত বছর সোনা জিতেছিলেন নীরজ। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। রবিবার সকাল সকাল নীরজের এই জয়ে আনন্দে মেতে উঠেছে পুরো দেশবাসী। সম্প্রতি ঘটে যাওয়া আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু এবারে ৯০-এর গন্ডি পেরোবে, দেশবাসী এই আশা করে থাকলেও শেষপর্যন্ত তা হয়ে উঠল না। তবে দেশকে রূপো এনো দিতে পেরেছে, তাঁর এই অবদানেই খুশী দেশবাসী। তাঁর জয়লাভে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজকে শুভেচ্ছা জানান তিনি ও এই জয়কে ঐতিহাসিক জয় বলেও বর্ণনা করেন তিনি।

[tw]

[/tw]

আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles