img

Follow us on

Sunday, Jan 19, 2025

Temjen Imna Along: নাগাল্যান্ডের মন্ত্রীর টুইটে কেন চোখে জল দেশবাসীর? 

নাগাল্যান্ডের মন্ত্রীর টুইট

  2022-10-12 19:56:08

নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রীর (Nagaland higher education Minister) একটা টুইট (tweet)। আর সেই টুইটই সাড়া ফেলে দিয়েছে সারা দেশ জুড়ে। চলছে রিটুইট। একের পর এক উঠে আসছে মন্তব্য। যে বার্তা দিতে চেয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী তথা সে রাজ্যের বিজেপি সভাপতি (nagaland bjp president) তেমজেন ইমনা আলং (Temjen Imna Along), তাকে স্যালুট জানাতে ভুলছেন না কেউ। কিন্তু কি আছে এই টুইটে? দেখা যাচ্ছে, সেনা বাহিনীতে কর্মরত জওয়ান ফিরেছেন বাড়িতে। ঘরে ঢুকেই মুখোমুখি একরত্তি মেয়ের। মেয়ের মুখে এক গাল হাসি। বাবার ডান হাত পিছনে লুকনো দেখে সে ভাবছে, তার জন্য চকোলেট এনেছে বাবা। আর সেটাই লুকোনোর চেষ্টা করছে। অন্যদিকে বাস্তব যে আরও কঠিন। লড়াইয়ের ময়দানে হাত ভেঙেছে বাবার। সেই হাত জড়ানো ব্যান্ডেজে। আর সেটাই মেয়ের কাছে লুকনোর চেষ্টা করছেন মিলিটারি পিতা। মেয়ের কাছে সব বাবাই যে তাঁর যন্ত্রণা লুকিয়ে রাখতে চান। জীবনের এই ভিন্ন দৃষ্টিভঙ্গিই উঠে এসেছে নাগাল্যান্ড থেকে উঠে আসা মন্ত্রী তেমজেনের টুইটে। আর সেই টুইটই নাড়িয়ে দিয়েছে আমজনতাকে। 

আসলে কখনও মজার ছলে, আবার কখনও বেদনার মোড়কে নিজের ভাবনা তুলে ধরেন তেমজেন ইমনা আলং। সেই ভাবনা থেকেই উঠে আসে দেশের সংস্কৃতি, উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির কথা। সংস্কৃতি মানে যে শুধু উৎসব নয়, সেকথা স্পষ্ট করে দেন তিনি। কথায় বার্তা দেন, বেদনার মোড়কে বার্তা দেন, হাসির মোড়কে তুলে ধরেন জীবনের কথা। টুইট করে জানান, চোখ ছোট, কিন্তু বহু দূরের ক্যামেরা দেখতে পাচ্ছি। এই দর্শনেই তিনি জীবনকে দেখেন। নিজের দর্শনই ছড়িয়ে দিতে চান দেশবাসীর মনে। তিনি নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী। জীবনকে দেখছেন এভাবে। অথচ এরাজ্যেরই প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন গরাদের আড়ালে। তাঁর প্রেমিকার ঘর থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তাঁর আমলের পর্ষদ সভাপতি থেকে এসএসসি চেয়ারম্যান সবাই গেছেন জেলে। উত্তর পূর্বের গেটওয়ে কলকাতায় যখন এই ছবি, তখন সুদূর নাগাল্যান্ডে বসে মানবিকতার বার্তা দিচ্ছেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী। টুইট করে দেখিয়ে দিচ্ছেন জীবন দর্শনের অ আ ক খ। 

 

Tags:

 

Partha Chatterjee

temjen tweet

nagaland minister

temjen imna along

nagaland education minister emjen imna along

nagaland minister viral video

nagaland minister temjen inma

nagaland minister temjen imna injured jawan with child tweet

nagaland

temjen imna along small eyes

nagaland bjp president temjen imna along

temjen imna along viral tweet

nagaland bjp president temjen imna along video

nagaland minister tweet

bengal ex education minister


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর