কমনওয়েলথের ভারোত্তোলনে সোনা জয়ী বাংলার অচিন্ত্য শিউলি
Commonwealth Games Gold Bangla
বাংলার ঘরে এবার কমনওয়েলথের সোনা।এই সোনা এসেছে মধ্যরাতে।
এমনিতেই সোনা উদ্ধারে গত দিন পনের লজ্জায় মাথা কাটা গেছে বাঙালির। ফের বাংলার ঘরে কমনওয়েলথের সোনা শুনে আবার ঘাবড়ে যাবেন না। এই সোনা সম্মানের। সাফল্যের। আর এককদম এগিয়ে বলতে পারেন, দারিদ্রের সঙ্গে তীব্র লড়াইয়ে পর রীতিমত অর্জন করেছে অচিন্ত্য শিউলি।
হাওড়ার দেউলপুর গ্রামের জরি শিল্পীর ছেলে কমনওয়েলথের মঞ্চে ভারোত্তোলনে তুললেন ৩১৩ কেজি। যার নিজের ওজন মাত্র ৭৩ কেজি।
নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা অচিন্ত্যর জীবন জরির মতই পলকা ছিল। ভ্যান চালক বাবা মারা গেছেন ৯ বছর আগে। দাদা দমকলের অস্থায়ী কর্মী। পেট চালাতে মায়ের সঙ্গে জরির কাজও করতেন। শরীরচর্চার শখ ছিল। একসময়ে পৌছে গেছিলেন পুনের আর্মি বেস ক্যাম্পে। সেখানেই ভারোত্তোলনের শিক্ষা। সেখান থেকে পাতিয়ালা ঘুরে ২০১৮ ন্যাশনাল মিটে রুপো ২০১৯এ পেলেন সোনা।
পাতিয়ালাতেই প্রস্তুতি চলছিল কমনওয়েলথ আর এশিয়াডের। মাঝে কোভিডের দুবছরে অনুশীলনে কিছুটা ঘাটতি হলেও হারতে চায়নি অচিন্ত্য।
তাঁর স্বপ্ন আর চিন্তায় ছিল সোনা অর্জন করা। দেশের জন্য। কমনওয়েলথের মঞ্চের ভিক্টরি স্ট্যান্ডে তৃতীয়বারের জন্য দেশের জাতীয় সঙ্গীত শোনালেন বাংলার অচিন্ত্য
Tags: