জ্যোতিপ্রিয়র দাবি 'তিনি স্বচ্ছ'! ED জেরায় ভারসাম্য হারাচ্ছে বালু?
ইডি জিজ্ঞাসাবাদে কি ভারসাম্য হারাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক? নইলে নিজের নেতাকে চিনতে পারছেন না কেন? CGO থেকে মেডিকেলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, তাহলে এমন ঘাবড়ে গেলেন কেন? তারপর অবশ্য সামলে নিলেন, মন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি ক্লিয়ার! অতএব আমরা ধরেই নিতে পারি তিনি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার। এতটাই পরিচ্ছন্ন এখন জেলায় জেলায় বাকিবুরদের হদিশ মিলছে। গত কয়েকদিনের একটানা তল্লাশিতে ইডি বাজেয়াপ্ত করেছে ১৮ কোটি টাকা। যার মধ্যে কলকাতা এজেসি বোস রোডের অঙ্কিতা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কর্পোরেট অফিস থেকেই নগদে মিলেছে ১ কোটি টাকা। এছাড়া আরও ১৬ টি জায়গা থেকে উদ্ধার হয়েছে ৪০ লাখ। বাঁকুড়ার ২টি পার্টনারশিপ ফার্মের ব্যাঙ্ক আকাউণ্ট থেকে মিলেছে ১৬ কোটি টাকা। রেশন দুর্নীতি মামলায়, এই প্রথম এত টাকা একসঙ্গে বাজেয়াপ্ত করা হল। ইডি আদালতে জানিয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী ো কন্যা কে তিনটি ভুয়ো কোম্পানির ডিরেক্টর বানিয়েছিলেন। পরে সেই সংস্থাগুলি চড়া দামে বিক্রিও করে দেন। সেই টাকা পাচারের জন্য, মন্ত্রীর সিএ শান্তনু ভট্টাচার্যের নির্দেশে, বাঁকুড়ায় খোলা হয় দুটি কোম্পানি। সেখানেই মিলেছে ১৬ কোটি টাকা। কিন্তু মন্ত্রী জানিয়েছেন তিনি ক্লিয়ার।
Tags:
CM Mamata
Madhyom
Mamata
Bengal news
bangla news
ED
Bengali news
losing
jyotipriya mallick
jyotipriya mallick news
balu
jyotipriya mallick latest news
jyotipriya mallick arrest
jyotipriya mallick arrested
ed arrest jyotipriya mallick
jyotiptiya mallick arrested
ed interrogation
jyotipriya mallick update
balu shielding
claims
he is clear
clear
losing balance
does balu losing balance
balance
imbalance
balu losing balance