Heart Healthy Foods: সতেজ ও সুস্থ থাকতে আপনার শিশুকে দিন 'হার্ট-হেলথি-ফুড'
2023-03-10 13:49:12
পাতলা পাতলা করে আপেল কেটে তাতে পি-নাট বাটার মাখিয়ে দিন। আপেলের স্বাদটাই বদলে যাবে। খুব মজা করে এই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার চলে যাবে আপনার খুদের হাতে।
স্মুদি: লো-ফ্যাট দুধ, টক দই ও আনারস, তরমুজ, আম, স্ট্রবেরি দিয়ে বানিয়ে ফেলুন স্মুদি। যা আপনার শিশুর হার্টও ভাল রাখবে তাকে এনার্জিও দেবে।
মাল্টি-গ্রেন ব্রেড দিয়ে বানিয়ে নিন স্যান্ডউইচ। সঙ্গে দিন মেয়োনিজ ও সবুজ সব্জি। ক্যাপসিকাম, গাজর , শশা ব্যবহার করুন।
গাজর হার্ট ভাল রাখে। শরীরে শক্তি জোগায়। গাজরের হালুয়া, স্যালাড বা এমনি তরকারি রান্না করেও খাওয়ান আপনার ঘরের ছোট থেকে বড় সকলকেই।
হরেকরকমের আঙুর একটু ফ্রিজে রেখে দিন। মিষ্টি আঙুর ফ্রিজ থেকে বার করে খেলে তা সকলের মন ভরিয়ে দেবে।